ভর্তি তথ্য | আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদ্রাসা । Admission Information of IDC (English Medium) Madrasah

 বিসমিল্লাহির রাহমানির রাহিম

ভর্তি চলছে!                                                                            ভর্তি চলছে!

আইডিসি (ইংলিশ মিডিয়াম) মাদ্রাসা, মধ্যবাড্ডা , ঢাকা।

 

admission

 

IDC (English Medium) MADRASAH

Holy Light for Life. উভয়জাহানের কর্মমুখী শিক্ষা

English Medium Admission Going On # July to June Session 2020-21

(Admission Open for Play, Nursery, KG-I, KG-II, Std.I, Std.II To A-Level)

English Medium # Tuition & Other Fees for the Year 2020-2021
Particulars Play Group Nursery, KG-I, KG-II Std.I, Std.II
Application form (All Class) 200/-
Admission fee (Only for New Student’s # All Class) 3,000/-
Annual Fee (All Students # All Class) 6,000/-
Tuition Fee (Monthly) 1500/- 1500/- 1700/-
Total Admission Charge (With September Tuition Fee) 9,200/- 9,200/- 9,400/-
Class Test, M.T. Test & Exam. Fee (Total Per Semester) 1000/- 1,000/- 1,200/-

মাদরাসার বৈশিষ্ট :

  • অমনযোগি ও বিশেষ চাহিদার শিশুদের নিবিড় পরিচর্যার মাধ্যমে পাঠদান।
  • এক বছরে মক্তব , এক বছরে নাজেরা শেষ করে অতঃপর সর্বৌচ্চ ৩ বছরের মধ্যেই হিফজ সমাপনের ব্যাবস্থা।
  • মক্তব জামাতের সাথে সাথে গুরুত্ব সহকারে অভিজ্ঞ জেনারেল শিক্ষক দ্বারা শিশু/১ম শ্রেণী অতঃপর নাজেরা জামাতে
  • ১ম/২য় শ্রেণী, অতঃপর হিফজ খানায় ৩ বছরে ৩য় থেকে ৫ম শ্রেণী এমনকি প্রযোজ্য ক্ষেত্রে ৬ষ্ঠ শ্রেণীর পাঠ সম্পন্ন করা এবং একই সাথে হিফজ শেষ করা। অর্থাৎ ৬ষ্ঠ শ্রেণীর সাথে সাথে হিফজও শেষ করা।
  • জেনারেল ও আরবি বিষয়ে মাসিক, ইনকোর্স, সাময়িক ও বাৎসরিক পরীক্ষার পাশাপাশি ৫ম শ্রেণীতে PSC/PEC/ ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা এবং JSC/JDC পরীক্ষার ব্যাবস্থা।
  • কমলমতি শিশুদেরকে প্রহার করার মাধ্যমে শিক্ষাদান বা শারিরীক/মানসিক শাস্তি দেওয়ার মাধ্যমে শিক্ষাদানের নীতিতে আমরা বিশ্বাস করিনা।
  • আনন্দঘন পরিবেশে পাঠদান ।
  • অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ক্লাস রুম, বেডরুম ও কুতুবখানা/ লাইব্রেরী ।
  • পাঁচ বেলা স্বাস্থ্য সম্মত ও সুস্বাধু খাবার ।
  • পরিপুর্ণ সুন্নাতের ইত্তেবার শিক্ষা দান ও ব্যাবহারিক প্রয়োগ এর ব্যাবস্থা গ্রহণ ।

শিক্ষার্থীদের আহলুস সুন্নাহ ওয়াল জামাআ’তের পুরোপুরি অনুসারি ও আওলিয়ায়ে কেরামের প্রদর্শিত পথ অনুসরেণের শিক্ষা প্রদান।

  • কম্পিউটার, তথ্য, ডিজিটাল, যোগাযোগ ও প্রযুক্তি শিক্ষায় গুরুত্বারোপ।
  • আরব বিশ্বের খ্যাতনামা ক্বারীদের আদলে আধুনিক মাল্টিমিডিয়া প্রযুক্তির মাধ্যমে মশক করানো।
  • সৌদি আরব, মিশর, কুয়েত, লেবানন, সিরিয়া, তুরস্ক, মরোক্কো, মালয়শিয়া, পাকিস্তান ও ভারত সহ বিশ্বের নাম করা অন্তর্জাতিক প্রতিষ্ঠানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে চলা ও আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহন।
  • হুফ্ফাজুল কুরআন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত অভিজ্ঞ শিক্ষকমন্ডলী দ্বারা পরিচালিত।
  • অরবি, উর্দূ, ফারসি, ও ইংরেজি ভাষা শিক্ষাদান।
  • বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের পাঠ্যক্রম অনুসরন।
  • প্রতি ক্লাসে ছাত্র সংখ্যা অত্যন্ত সীমিত।
  • শরীর চর্চা ও খেলাধুলার ব্যাবস্থা এবং সুস্থ সংস্কৃতির চর্চার জন্য সাপ্তাহিক সংস্কৃতি মজলিস, বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি সহপাঠ্যক্রমিক কার্যাবলিতে অংশগ্রহনের মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাশের ব্যাবস্থা।
  • আলিয়া শাখায় দেশ সেরা আলিয়া মাদরাসা যেমন দারুন্নাজাত সিদ্দিক্বিয়া কামিল মাদরাসা, ঝালকাঠি এন এস কামিল মাদরাসা ও ছারছীনা মাদরাসার আদলে পাঠদান।
  • এইচএসসি/আলিমের পর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য নিজস্ব ব্যাবস্থাপনায় প্রস্তুতির ব্যাবস্থা। (প্রস্তাবিত)
  • মেধাবি দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড় ।
  • মুক্তিযোদ্ধা ও উর্দূভাষী বিহারী পরিবারের সন্তানদের জন্য ভর্তিতে বিশেষ ছাড় ।

বিভাগ সমূহ:

  • নূরানী বিভাগ।
  • নাজেরা বিভাগ।
  • হিফজ বিভাগ।
  • প্লে টূ এ লেভেল।
  • তাকমীল/জেনারেল বিভাগ (১০ম শ্রণী পর্যন্ত, পর্যায়ক্রমে তাকমিল শাখা পর্যন্ত)
  • দীনিয়া ও কাওমি বিভাগ।
  • সবার জন্য আইসিটি ও ডিজিটাল বিভাগ।

হিফজ বিভাগ ছাত্রছাত্রীদের জন্য বিশেষ গুরুত্বারোপ!

ক্লাস ০১ বোর্ড বই + নুরানি, কায়দা এবং আমপারা শেষ করা হবে।
ক্লাস ০২ বোর্ড বই + নাজেরা/ পূরো কুরআন শরীফ দেখে দেখে শেষ করা হবে।
ক্লাস ০৩ বোর্ড বই + প্রথম ১০ পারা মুখাস্ত শেষ করা হবে।
ক্লাস ০৪ বোর্ড বই + মাঝের ১০ পারা মুখাস্ত শেষ করা হবে।
ক্লাস ০৫ বোর্ড বই + শেষ ১০ পারা মুখাস্ত + সমাপনি পরীক্ষা যাতে গোল্ডেন এ প্লাস পেতে পারে সেই ভবে, শেষ করা হবে, ইংশাআল্লাহ্‌।
ক্লাস ০৬ বোর্ড বই + ৩০ পারা শুনানি এবং খুব ভালো ভাবে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতার জন্য মুখাস্ত করা।

ক্লাস ০৭ বোর্ড বই + ৩০ পারা গ্রুপে ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় পাঠানোর ব্যাবস্থা করা।

ক্লাস ০৮ বোর্ড বই + ক্লাস এইটে যাতে সরকারি বৃত্তি পেতে পারে সেইভাবে তৈরি করা।

ক্লাস ০৯ বোর্ড বই + গনিত + ইংরেজি + আরবি ভাষা শিক্ষা + বিজ্ঞানের ছাত্র ছাত্রীদের জন্য সাইন্সের সাবজেক্ট বিশেষ ভাবে গুরুত্বপ্রদান ।
ক্লাস ১০ বোর্ড বই + বোর্ড পরীক্ষায় যাতে গোল্ডেণ এ প্লাস পেতে পারে সেইভাবে প্রশিক্ষণ।

আইডিসি ইংলিশ মিডিয়াম মাদারসার ভর্তি সংক্রান্ত বিভিন্ন তথ্যাবলি!

ইংরেজি মাধ্যম খ্রিঃ ২০২০-২১ ও বাংলা মাধ্যম খ্রিঃ ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির নিয়মাবলী

1.     ভর্তি (আবেদন) ফরম প্রদানের তারিখ সময়ঃ ইংরেজি মাধ্যম ০২ মে ২০২০ খ্রিঃ হতে, বাংলা মাধ্যম ০১ অক্টোবর ২০২০ খ্রিঃ হতে। প্রতিদিন সকাল ১০.০০ টা থেকে বেলা ২.০০ টা পর্যন্ত (শুক্রবার বাদে)। প্রতিটি আবেদন পত্র ২০০/- টাকা।

2.    ফরম প্রদানের শেষ তারিখঃ আসন শূন্য থাকা সাপেক্ষে।

3.    ফরম পূরণঃ ফরম যথাযথভাবে (ইংরেজি বড় অক্ষরে) পূরণ করে, ছাত্র/ছাত্রীর সদ্য তোলা ২ কপি স্ট্যাম্প, ২ কপি P.P. সাইজ  ছবি, জন্ম নিবন্ধন সনদের ফটোকপি, প্রযোজ্য ক্ষেত্রে ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার সনদপত্র / পূর্ববর্তী স্কুলের ছাড়পত্র ও সনদপত্র এবং পিতা-মাতার ১ কপি করে PP সাইজ ছবি, NIDর ফটোকপি জমা দিয়ে ভর্তি পরীক্ষার জন্য প্রবেশপত্র সংগ্রহ করিতে হবে।

4.       পরীক্ষার সময় আনতে হবেঃ ১। পরীক্ষার প্রবেশপত্র। ২। পেন্সিল, রাবার, শার্পনার, কলম, স্কেল ইত্যাদি।

5.    প্রাক প্রাথমিক শ্রেণি প্লে গ্রুপ বছরের উপর, নার্সারী গ্রুপ বছরের উপরঃ প্রাক প্রাথমিক শ্রেণি কোন ভর্তি পরীক্ষা নাই।

6.    ক্লাস কেজি-I বছরের উপরঃ প্রাথমিক জ্ঞানের উপর লিখিত পরীক্ষা- ইংরেজি, বাংলা, অংক এবং বুদ্ধিমত্তা।

ভর্তি পরীক্ষার তারিখ সময়ঃ প্রবেশ পত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষার বিষয় নম্বরঃ

ইংরেজি-১০, বাংলা-১০, ইংরেজি হাতের লেখা-৫, বাংলা হাতের লেখা-৫, বুদ্ধিমত্তা-১০, = মোট ৫০।

7.    ক্লাস কেজি-II হতে Std.-II পর্যন্তঃ পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা।

ভর্তি পরীক্ষার তারিখ সময়ঃ প্রবেশ পত্রে উল্লেখ থাকবে।

ভর্তি পরীক্ষার বিষয় নম্বরঃ ইংরেজি-১০, বাংলা-১০, অংক-১০, আরবি-১০, বাংলা হাতের লেখা-৫, বুদ্ধিমত্তা-৫, = মোট ৫০।

8.    প্রাক প্রাথমিক শ্রেণি প্লে গ্রুপ বছরের উপর, নার্সারী গ্রুপ বছরের উপরঃপ্রাক প্রাথমিক শ্রেণি কোন ভর্তি পরীক্ষা নাই।

9.    ক্লাস কেজি-I বছরের উপরঃ কেজি ক্লাসে ভর্তির জন্য #বাংলাঃ স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ ও স্বরচিহ্ন দিয়ে শব্দগঠন। ইংরেজিঃ Capital ও Small letter দিয়ে শব্দগঠন। অংকঃ ১ হতে ১০০ এবং 01 হতে 100 পর্যন্ত শতকিয়া লিখা।

ভর্তি পরীক্ষার তারিখ সময়ঃ প্রবেশ পত্রে উল্লেখ থাকবে।

ভর্তি পরীক্ষার বিষয় নম্বরঃ আরবি-১০, ইংরেজি-১০, বাংলা-১০, অংক-১০, বুদ্ধিমত্তা-৫, হাতের লেখা-৫  = মোট ৫০।

10.  ক্লাস কেজি-II, Std.-II  A-Level পর্যন্তঃ পূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা।

ভর্তি পরীক্ষার তারিখ সময়ঃ প্রবেশ পত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষার বিষয় নম্বরঃ ইংরেজি-১০, বাংলা-১০, অংক-১০, আরবি-১০, বাংলা হাতের লেখা-৫, বুদ্ধিমত্তা-৫ = মোট ৫০।

11.    ক্লাস-II হতে ক্লাস-VIII পর্যন্তপূর্ববর্তী শ্রেণির সিলেবাস অনুযায়ী লিখিত পরীক্ষা।

ভর্তি পরীক্ষার তারিখ সময়ঃ প্রবেশ পত্রে উল্লেখ থাকবে।

পরীক্ষার বিষয় নম্বরঃ ইংরেজি-১০, বাংলা-১০, অংক-১০, আরবি-১০, হাতের লেখা-৫, বুদ্ধিমত্তা-৫ = মোট ৫০।

IDC (English Medium) MADRASAH

Holy Light for Life. উভয়জাহানের কর্মমুখী শিক্ষা

English Medium Admission Going On # July to June Session 2020-21

(Admission Open for Play, Nursery, KG-I, KG-II, Std.I, Std.II to A-level)

English Medium # Tuition & Other Fees for the Year 2020-2021
Particulars Play Group Nursery, KG-I, KG-II Std.I, Std.II
Application form (All Class) 200/-
Admission fee (Only for New Student’s # All Class) 3,000/-
Annual Fee (All Students # All Class) 6,000/-
Tuition Fee (Monthly) 1500/- 1500/- 1700/-
Total Admission Charge (With September Tuition Fee) 9,200/- 9,200/- 9,400/-
Class Test, M.T. Test & Exam. Fee (Total Per Semester) 1000/- 1,000/- 1,200/-

*Concession: See * ছাড়

English Medium

  1. Dairy – 150 BDT
  2. Birth Certificate & 3 Copy Pictures
  3. Dress:  2000 BDT
  4. Cads Shoes
  5. Hijab For Girls ( From Class 04)
  6. ID Card: 150 BDT
  7. Books: 600 BDT
  8.  Nurani Books: 70 BDT
  9. Papers: 8 Pieces ( 4 for HW & 4 For CW)
  10. Pencil / Pen / Drawing  Box

 

 

IDC Partner

বাংলা মাধ্যম খ্রিঃ ২০২০ শিক্ষাবর্ষে Play, নার্সারী/কেজি, ক্লাস-I, II, III, IV, V, VI, VII, VIII,IX,X, A-Level পর্যন্ত ভর্তি চলিতেছে

বাংলা মাধ্যম # বেতন অন্যান্য ফি খ্রিঃ ২০২০ শিক্ষাবর্ষ

বিবরণ নার্সারী, কেজি ক্লাস I হতে ক্লাস IV পর্যন্ত ক্লাস -V ক্লাস-VI হতে VII পর্যন্ত ক্লাস-VIII-হতে A-Level 
আবেদনপত্র (সকল শ্রেণি) ২০০/-
ভর্তি ফি (শুধুমাত্র নতুন ছাত্র/ছাত্রীদের জন্য প্রযোজ্য#সকল শ্রেণি) ১,৫০০/-
বাৎসরিক ফি (শুধুমাত্র নতুন ছাত্র/ছাত্রীদের জন্য প্রযোজ্য#সকল শ্রেণি ) ৩,০০০/-
বেতন (মাসিক) ১০০০/- ১,২০০/- ১,১০০/- ১,৫০০/-
মোট ভর্তি বাবদ (জানুয়ারী মাসের বেতন সহ) ,৭০০/- ,৯০০/- ,৮০০/- ,২০০/-
ক্লাস টেস্ট M.T. টেস্ট ও পরীক্ষার ফি (প্রতি সেমিষ্টার) ৬০০/-

Bangla Medium

  1. Dairy – 70/90/100 BDT
  2. Birth Certificate & 3 Copy Pictures
  3. Dress:  1000 BDT
  4. Cads Shoes
  5. Hijab For Girls ( From Class 04)
  6. ID Card: 80 BDT
  7. Books: 600 BDT
  8.  Nurani Books: 70 BDT
  9. Papers: 8 Pieces ( 4 for HW & 4 For CW)
  10. Pencil / Pen / Drawing  Box

*ছাড়ঃ একই অভিভাবকের খরচে দুইজন ছাত্র / ছাত্রী পড়ালেখা করলে যেকোন একজনের স্কুলের বেতন ৫০% কম তিনজন লেখাপড়া করলে যেকোন একজনের স্কুলের বেতন ছাড় দেয়া হয়

মেধাবী অর্থাৎ PSC এবং JSC পরীক্ষায় ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেডে বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে ভর্তি, সেশন ফি/ বাৎসরিক ফি, প্রতি মাসের মাসিক বতন সম্পূর্ণ ফ্রি / ছাড় (পরবর্তী ৩ বৎসর / পাবলিক পরীক্ষার পূর্ব পর্যন্ত) । বাংলা ও ইংরেজী মাধ্যমের সকল শ্রেণিতে জিপিএ-৫.০০ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদেরকে ২৫% ছাড় দেয়া হয়।

বিঃ দ্রঃ সকল শ্রেণিতে আসন সংখ্যা সীমিত আসন শুন্য থাকা সাপেক্ষে আসনে ছাত্র/ছাত্রী ভর্তি করা হবে

যোগাযোগ/যাতায়াত

গুলশান বাড্ডা লিংক রোডের অপজিটে আদর্শ নগর রাস্তা দিয়ে হেটে অথবা রিক্সায় ফরাজি মঞ্জিল, বাড়ীঃ ১২, রোডঃ ০৪, আদর্শ নগর, মধ্যবাড্ডা, ঢাকা-১২১২,

মোবাঃ বালক শাখাঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩, বালিকা শাখাঃ ০১৯১৩ ১৮৯ ৩৭৮ অথবা ০১৯১২ ৯৬৬ ৪৪৮ ই-মেইলঃ hi@islamidawahcenter.com ওয়েবসাইটঃ www.islamidawahcenter.com

ফেসবুক পেইজঃ fb.com/IDCMadrasah/

এডমিশন ফরম ফ্রন্ট,  এডমিশন ফরম ব্যাকব্যানারবিজনেস কার্ডইনভেলাপলিফলেট ফ্রন্টলিফলেট ব্যাকমানি রিসিটস্টিকার

পরিচালকগনের-তথ্য – আইডিসি ইংলিশ মিডিয়াম মাদ্রাসা। 

প্রধান পৃষ্টপোষকঃ আলহাজ মাওঃ আ. ন. ম. মোঃ আবু বকর সিদ্দীক, পীরসাহেব ইসলামী দাওয়াহ সেন্টার, সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর। মোবাঃ ০১৯১৩ ১৮৯ ৩৭৮

প্রতিষ্ঠাতা ও পরিচালকঃ হাঃ মুফতি মোঃ মাহবুব ওসমানী, ( বি এ অনার্স এন্ড মার্স্টাস ইন ইংলিশ, ফার্স্ট ক্লাস ) ফাউন্ডার, মাহবুবওসমানী.কম ও বাইটকোড, বি. ডি. এম, পরিপুর্ন হোস্ট। মোবাঃ ০১৭১৬ ৯৮৮ ৯৫৩

সহকারী পরিচালকঃ জনাব মোঃ আসাদুল ইসলাম, অধ্যাপক, কিং খালেদ ইউনিভার্সিটি, কিংডম অফ সৌদি আরাবিয়া।

সহকারী পরিচালকঃ ইঞ্জিনিয়ার মোঃ মাজহার আহমেদ, সি টি ও এট ওশেনাইজ ইনকর্পোরেটেড। ( বি এস সি ও এম এস সি ইন কম্পিউটার সাইন্স, ফার্স্ট ক্লাস ) মোবাঃ ০১৭১২৯৯৯৯০৮

সহকারী পরিচালকঃ ইঞ্জিনিয়ার মোঃ জাহিদুল ইসলাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাহবুবওসমানী.কম ও বাইটকোড ( বি এস সি ইন কম্পিউটার সাইন্স, ফার্স্ট ক্লাস ) মোবাঃ ০১৪০৫ ২৩৭ ১৪৯

সহকারী পরিচালকঃ জনাব 

সহকারী পরিচালকঃ জনাব 

সহকারী পরিচালকঃ জনাব 

সহকারী পরিচালকঃ জনাব 

সহকারী পরিচালকঃ জনাব 

আইডিসির সাথে যোগ দিয়ে উভয় জাহানের জন্য ভালো কিছু করুন।

 

আইডিসি এবং আইডিসি ফাউন্ডেশনের ব্যপারে বিস্তারিত জানতে  লিংক০১ ও লিংক০২ ভিজিট করুন।

আইডিসি  মাদরাসার ব্যপারে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। 

আপনি আইডিসি  মাদরাসার একজন স্থায়ী সদস্য /পার্টনার হতে চাইলে এই লিংক দেখুন.

আইডিসি এতীমখানা ও গোরাবা ফান্ডে দান করে  দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করুন।

কুরআন হাদিসের আলোকে বিভিন্ন কঠিন রোগের চিকিৎসা করাতেআইডিসি ‘র সাথে যোগাযোগ করুন।

ইসলামিক বিষয়ে জানতে এবং জানাতে এই গ্রুপে জয়েন করুন।

Islami Dawah Center Cover photo

ইসলামী দাওয়াহ সেন্টারকে সচল রাখতে সাহায্য করুন!

 

ইসলামী দাওয়াহ সেন্টার ১টি অলাভজনক দাওয়াহ প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের ইসলামিক ব্লগটি বর্তমানে ২০,০০০+ মানুষ প্রতিমাসে পড়ে, দিন দিন আরো অনেক বেশি বেড়ে যাবে, ইংশাআল্লাহ।

বর্তমানে মাদরাসা এবং ব্লগ প্রজেক্টের বিভিন্ন খাতে (ওয়েবসাইট হোস্টিং, CDN,কনটেন্ট রাইটিং, প্রুফ রিডিং, ব্লগ পোস্টিং, ডিজাইন এবং মার্কেটিং) মাসে গড়ে ৫০,০০০+ টাকা খরচ হয়, যা আমাদের জন্য চ্যালেঞ্জিং। সেকারনে, এই বিশাল ধর্মীয় কাজকে সামনে এগিয়ে নিতে সর্বপ্রথম আল্লাহর কাছে আপনাদের দোয়া এবং আপনাদের সহযোগিতা প্রয়োজন, এমন কিছু ভাই ও বোন ( ৩১৩ জন ) দরকার, যারা আইডিসিকে নির্দিষ্ট অংকের সাহায্য করবেন, তাহলে এই পথ চলা অনেক সহজ হয়ে যাবে, ইংশাআল্লাহ।

যারা এককালিন, মাসিক অথবা বাৎসরিক সাহায্য করবেন, তারা আইডিসির মুল টিমের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, ইংশাআল্লাহ।

আইডিসির ঠিকানাঃ খঃ ৬৫/৫, শাহজাদপুর, গুলশান, ঢাকা -১২১২, মোবাইলঃ +88 01609 820 094, +88 01716 988 953 ( নগদ/বিকাশ পার্সোনাল )

ইমেলঃ info@islamidawahcenter.com, info@idcmadrasah.com, ওয়েব: www.islamidawahcenter.com, www.idcmadrasah.com সার্বিক তত্ত্বাবধানেঃ হাঃ মুফতি মাহবুব ওসমানী ( এম. এ. ইন ইংলিশ )

 

has been added to the cart. View Cart